গ্যাসের প্রিপেইড মিটার চালু হচ্ছে ঢাকার ১০ এলাকায়

আবাসিক গ্রাহকদের জন্য গ্যাসের প্রিপেইড মিটার সরবরাহ ও স্থাপনের জন্য চুক্তি সই করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। জাপানি প্রতিষ্ঠান টয়োকেইকির সাথে এই চুক্তি সই করে তিতাস। বৃহস্পতিবার তিতাস গ্যাসের পক্ষে কোম্পানি সচিব মোস্তাক আহমেদ এবং টয়োকেইকির পক্ষে পরিচালক কিয়োটাকা মিয়াহারা নিজ নিজ কোম্পানির পক্ষে সই করেন।

gas meter বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে প্রিপেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পের আওতায় ২ লাখ আবাসিক গ্রাহকের মাঝে এই মিটার সুবিধা প্রদান করা হবে। যা চলতি বছরের মে মাস হতে শুরু হওয়ার কথা রয়েছে।

প্রথম পর্যায়ে গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, বাড্ডা, খিলক্ষেত, ক্যান্টনমেন্ট, মিরপুর, উত্তরা ও তৎসংলগ্ন এলাকাগুলোতে এই মিটার সুবিধা দেওয়া হবে। এ সব এলাকায় দুই লাখ প্রিপেইড মিটার স্থাপন করা হবে।

 

প্রিপেইড গ্যাস মিটার স্থাপন হলে গ্রাহক কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। প্রতি মিটারের মাসিক চার্জ ৬০ টাকা।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আবাসিক খাতে গ্যাসের অপচয় রোধ করে এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে গ্রাহক পর্যায়ে প্রি-পেইড মিটার স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত মাসে সংসদ অধিবেশনে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রি-পেইড মিটার স্থাপনে পাইলট প্রকল্পের আওতায় তিতাস গ্যাস টিএন্ডটি কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) থেকে মোহাম্মদপুর, লালমাটিয়া এলাকায় ৪ হাজার ৫শ’টি আবাসিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। এ পাইলট প্রকল্পের জরিপের ফলাফল সন্তোষজনক এবং গ্রাহকদের দায়িত্বপূর্ণ ব্যবহারের কারণে প্রতিটি ডাবল বার্ণার চুলায় গড়ে ৩৩ ঘনমিটার গ্যাস সাশ্রয় দেখা যায়।

নসরুল হামিদ বলেন, এরই ফলশ্রুতিতে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৮ হাজার ৬শ’টি আবাসিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে।

জাপান সরকারের ৩৫তম ওডিএ লোন প্যাকেজের টিজিটিডিসিএলের মাধ্যমে ২ লাখ আবাসিক প্রি-পেইড মিটার এবং কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)’র মাধ্যমে চট্টগ্রাম এলাকায় ৬০ হাজার প্রি-পেইড মিটার স্থাপন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

আগামী ৩ বছরে ৪ হাজার ৫শ’টি আবাসিক গ্রাহকের জন্য প্রি-প্রেইড মিটার সংগ্রহ ও স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Source: www.poriborton.com